মেহেরপুরে পুরাতন শীতের পোশাকের কদর 

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেরপুরে পুরাতন শীতের পোশাকের কদর 

মেহেরপুরে পুরাতন শীতের পোশাকের কদর 

আবারো কদর বেড়েছে পুরাতন শীতের পোশাকের। নতুন বছরের প্রথম থেকেই মেহেরপুর অঞ্চলে শীত বৃদ্ধি পেয়েছে। এতে পুরাতন শীতের পোশাকের প্রতি আগ্রহ বেড়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের।

সোমবার (০৭ জানুয়ারি) থেকে মেহেরপুর জেলার উপর দিয়ে মৃদ শৈত প্রবাহ বয়ে যাচ্ছে। মধ্য রাত থেকে ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে। গেল দু’দিন এ এলাকার মানুষ সূর্যের দেখা পাননি। সাথে রয়েছে উত্তরের হিমেল হাওয়া। ফলে শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছুটছেন পুরাতন শীতের পোশাকের দোকানে।

বিজ্ঞাপন
মেহেরপুরে শীতের প্রকোপ থেকে বাঁচতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছুটছেন পুরাতন শীতের পোশাকের দোকানে

মেহেরপুর জেলা শহর, গাংনী ও মুজিবনগর উপজেলা শহর ছাড়াও জেলার বড় হাটবাজারগুলেতে এখন পুরাতন শীতের পোশাকের বেচাকেনা চলছে। হাটগুলোতে নির্ধারিত দিনের ও শহরগুলোতে সকাল থেকে রাত অবধি এসব পোশাকের পসরা নিয়ে বসছেন ক্রেতারা। সোয়েটার, জ্যাকেট, মাফলার ও শিশুদের হরেক রকমের শীতের পোশাক নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতারা।

গাংনী বাস স্ট্যান্ড এলাকার পুরাতন শীতের পোশাক বিক্রেতা মিনারুল ইসলাম বলেন, চলতি বছরে ব্যবসা খুব ভালো হচ্ছে। দুই দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ক্রেতাদের আগমন বেশি।

পোশাক ক্রেতা মিন্টু মিয়া বলেন, এ পোশাক এখন শুধু গরিবের মধ্যে সীমাবদ্ধ নেই।শীত নিবারণের প্রয়োজনে সব ধরনের মানুষই কেনাকাটা করছেন। তবে গরিবদের শীত নিবারণে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে এসব পুরাতন পোশাকের দোকানগুলো।