রেলে এক বছরে আটটি আন্তঃনগর নতুন ট্রেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জানুয়ারি ২০১৯ হতে চলতি বছর পর্যন্ত মোট আটটি আন্তঃনগর নতুন ট্রেন চালু ও তিনটি রুট বর্ধিতকরণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

সরকারের এক বছর পূর্তিতে প্রকাশিত রেলপথ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞাপন

নতুন আটটি আন্তঃনগর ট্রেন হল- রাজশাহী-ঢাকা রুটে বনলতা এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকা রুটে পঞ্চগড় এক্সপ্রেস, বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস, কুড়িগ্রাম-ঢাকা রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস চালু করা হয়েছে।

এছাড়া রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের পুরাতন রেক নতুন কোচ দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।

এই মাসের ২৬ তারিখ ঢাকা-জামালপুর রুটে জামালপুর এক্সেপ্রেস চালু করা হবে। একইদিনে উদয়ন এক্সেপ্রেস ট্রেনের রেকও বাড়ানো হবে।

এর পাশাপাশি বনলতা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত করা হবে এবং পাবনা-রাজশাহী রুটে চলাচলকারী পাবনা এক্সপ্রেস ট্রেনের রুট ঢালারচর পর্যন্ত এবং ফরিদপুর-রাজবাড়ি-ভাটিয়াপাড়া রুটে চলাচলকারী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের রুট ভাঙ্গা পর্যন্ত বর্ধিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।