শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন বিজিবি প্রধান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুরের মধুখালীতে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ তৎপরতা পরিদর্শন করেন বাহিনী প্রধান, ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ তৎপরতা পরিদর্শন করেন বাহিনী প্রধান, ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন বাহিনী প্রধান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরিদপুরের মধুখালীতে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ তৎপরতা পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন

আধাসামরিক বাহিনী হিসেবে এবারই প্রথম বিজিবি'র প্রায় পাঁচটি ব্যাটালিয়ন সেনাবাহিনীর সঙ্গে শীতকালীন প্রশিক্ষণে অংশ নিয়েছে।

বিজিবির মুখপাত্র মো. শরিফুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জরুরি অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিজিবি তার দায়িত্ব পালন করবে। এ কারণে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।'

প্রশিক্ষণ পরিদর্শন শেষে বিজিবি প্রধান জিওসি ৫৫ পদাতিক ডিভিশন, যশোর এরিয়া কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।