পাবলিক প্লেসে ধূমপান করায় বরিশালে ১০ জনকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত/ছবি: বার্তা২৪.কম

জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত/ছবি: বার্তা২৪.কম

বরিশালে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে ১০ জনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা অভিযানে নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বার্তা২৪.কমকে বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে ও এর আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।

এসময় পাবলিক প্লেস, গাড়ি চালানো অবস্থায় এবং পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে ১০ জনকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।