সৈয়দ মোয়াজ্জেম আলীকে শ্রদ্ধা জানালেন জয়শঙ্কর

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সৈয়দ মোয়াজ্জেম আলী/ছবি: সংগৃহীত

সৈয়দ মোয়াজ্জেম আলী/ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলীকে শ্রদ্ধা জনিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রয়াত রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, "ভারত-বাংলাদেশের অংশীদারিত্বকে বর্তমান ঐতিহাসিক উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।"

বিজ্ঞাপন

দিলিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক শোকবার্তায় তার বাংলাদেশের প্রতিপক্ষ এ কে আবদুল মোমেনকে লিখেন, "সৈয়দ মুয়াজ্জেম আলী একজন গুরুত্বপূর্ণ ও বুদ্ধিমান কূটনীতিক ছিলেন।

"এটা আমার জন্যও ব্যক্তিগত ক্ষতি, যেহেতু আমার পররাষ্ট্রসচিব থাকার সময় থেকে আমারা উষ্ণ সম্পর্ক বজায় রেখেছিলাম। তিনি ছিলেন সত্যিকারের বাংলাদেশী ও দেশপ্রেমিক। তার দুঃখজনক ও অকাল মৃত্যুতে সমবেদনা জানাই, তিনি ভারতেরও বন্ধুও ছিলেন।"

২০১৯ সালের ৩০ ডিসেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে নিউমোনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ মুয়াজ্জেম আলী। ১৯ ডিসেম্বর তিনি ঢাকায় ফিরে এসেছিলেন। ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঁচ বছরের মেয়াদকালীন মেয়াদ শেষ করে।