ঢাবি ছাত্রীকে ধর্ষণ: শিগগিরই রহস্য উদঘাটন হবে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই ধর্ষণের ঘটনায় একটি স্মারকলিপি পেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা।  ছবি: বার্তা২৪.কম

স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই ধর্ষণের ঘটনায় একটি স্মারকলিপি পেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা। ছবি: বার্তা২৪.কম

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনার রহস্য শিগগিরই উদঘাটন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৬ জানুয়ারি) রাতে ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই ধর্ষণের ঘটনায় একটি স্মারকলিপি পেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা। এ সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

আছাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ঘটনায় (ঢাবি শিক্ষার্থী ধর্ষণ) পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনীসহ পুলিশের সব ইউনিট কাজ করছে। আশা করি খুব শিগগিরই কীভাবে এ ঘটনা ঘটেছে, কারা করেছে তা জানাতে পারব।’

তিনি বলেন, ‘সারা বাংলাদেশে ক্রাইম এখন ক্রমান্বয়ে কমে আসছে। তবে আশাতীতভাবে ক্রাইম একেবারে কমে গেছে সে পর্যায়ে আসেনি। এর আগে ইভটিজিং নিয়ে সামাজিকভাবে আন্দোলন করে সফল হয়েছিলাম। অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করে ভালো সাড়া পেয়েছি। আমি মনে করি ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

সরকার ব্যর্থ বিএনপির এমন দাবির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় রাত ১০টার পর নারীরা ঘর থেকে বের হওয়ার কথা চিন্তা করত না। এখন নারীরা সারা রাত বাইরে ঘুরতে পারে। কেউ ভ্রুক্ষেপও করে না। কিন্তু গত ১০-১১ বছর আগে এটি দুঃস্বপ্ন ছিল। দেশ এগিয়েছে, সমাজও এগিয়েছে। কিন্তু বিএনপি তাদের সময় যে ব্যর্থ ছিল সেটি ঢাকতে পারেনি। এ জন্য আমাদের উপর দায় চাপাচ্ছে।’

এর আগে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।

উল্লেখ্য, রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ পাওয়া যায়।