অনাথ শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছে ষোল আনা বাঙ্গালী

বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছে ষোল আনা বাঙ্গালী

অনাথ শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে ১৬ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ষোল আনা বাঙ্গালী’ নামের একটি সামাজিক সংগঠন।

সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস-২০২০’ উপলক্ষে এ অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান আর আই শেখর বলেন, ‘আজ বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস, আজকের এই দিনে আমাদের দাবি সব অনাথ শিশুর শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অনাথ শিশুদের অধিকার নিশ্চিত হয়নি। কোনো শিশু যেন বাইরে বা রাস্তায় না ঘুমায়। তাদের জন্য দ্রুত আবাসন ব্যবস্থা করা হোক। শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।’

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির ঢাকা জেলার সভাপতি ওয়েস্টার্ন মিলন, সদস্য সচিব মো. জিয়া কায়সার জনি, কৃষক কামাল, সুজিত দাস, ওয়াসিম শিকদার, নাহিদ পাটোয়ারী, শেখ রাজু প্রমুখ।