বাণিজ্যমেলায় সহজে মিলবে পছন্দের প্যাভিলিয়ন ও স্টলের সন্ধান

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাণিজ্যমেলায় ডিজিটাল তথ্য কেন্দ্র, ছবি: বার্তা২৪.কম

বাণিজ্যমেলায় ডিজিটাল তথ্য কেন্দ্র, ছবি: বার্তা২৪.কম

নতুন বছরের প্রথমদিন থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলায় সহজেই মিলবে পছন্দের প্যাভিলিয়ন বা স্টলের খোঁজ। এলোমেলোভাবে খুঁজে হয়রান হতে হবে না দর্শনার্থীদের।

মেলা কর্তৃপক্ষ রফতানি উন্নয়ন ব্যুরো দর্শনার্থীদের সহজে প্যাভিলিয়ন বা স্টলের সন্ধান দিতে চালু করেছে ডিজিটাল তথ্য কেন্দ্র। সেখানে পাওয়া যাবে ডিজিটাল ম্যাপ, ওয়ে ফাইন্ডিং ও ডিরেক্টরি। এ তিনটি সেবা মিলবে এক নম্বর গেট ও ভিআইপি ফটকে।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১৭ সাল থেকেই বাণিজ্যমেলায় তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। এ নিয়ে তিনটি মেলায় ডিজিটাল তথ্য কেন্দ্র দর্শনার্থীদের সেবা দিচ্ছে।

মেলায় আসা জাকির হোসেন তথ্য কেন্দ্রে যান আরএফএল'র প্যাভিলিয়নের সন্ধান জানতে। তাকে সহায়তা করেন ভিআইপি গেট কেন্দ্রের নির্বাহী মাহমুদুল হাসান। দুটি মনিটর ও একটি বড় পর্দার টাচ স্ক্রিন মনিটরে আরএফএল লিখে সার্চ দিতেই চলে আসে প্যাভিলিয়নের নম্বর। সার্চ বক্সের শুরুতে আছে বঙ্গবন্ধু আইকন।

মাহমুদুল হাসান বার্তা২৪.কম-কে বলেন, ‘এখনো সবগুলো প্যাভিলিয়ন ও স্টলের নাম অন্তর্ভুক্ত হয়নি। কারণ কয়েকটি স্টলের কাজ চলছে। তবে শুক্রবারের মধ্যে সব প্যাভিলিয়ন ও স্টলের নাম আপডেট হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘গুগল ম্যাপ ব্যবহার করে আমরা যেমন গন্তব্য খুঁজে নিই। তেমনি বাণিজ্য মেলাকে সহজ করতে রফতানি উন্নয়ন ব্যুরো নিজস্ব ব্যবস্থাপনায় এই ম্যাপ চালু করেছে।’

তথ্য কেন্দ্রের দায়িত্বে থাকা নিপা আক্তার বার্তা২৪.কম-কে বলেন, ‘যারা তথ্য প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত তারাই ডিজিটাল তথ্য কেন্দ্রে আসছেন। আমরা তাদের সহায়তা করছি। দর্শনার্থীরা ডিরেকশন ব্যবহার করে ডান বা বাম দিকে গিয়ে পছন্দের প্যাভিলিয়ন ও স্টলের অবস্থানের সন্ধান পাচ্ছেন।’