নিষেধাজ্ঞার আগে পটুয়াখালীতে ইলিশের ক্রেতাদের ভিড়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ইলিশ ধরার নিষেধাজ্ঞার খবরে পটুয়াখালীর বিভিন্ন বাজারে ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার পর থেকে শুরু হবে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই অনেকেই বাড়িতে ইলিশ মজুত করতে বাজারে ছুটে আসছেন, ফলে বাজারগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।

বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞার সময় ইলিশের সরবরাহ বন্ধ থাকবে বলে ক্রেতারা আগেভাগেই মাছ কিনে রাখছেন। এ কারণে ইলিশের চাহিদা এবং বিক্রি দুটোই বেড়েছে।

এক ক্রেতা বলেন, "আগামী কয়েক সপ্তাহ ইলিশ পাওয়া যাবে না, তাই এখনই কিনে ফ্রিজে সংরক্ষণ করছি।"

বাজারে ইলিশের সরবরাহ এখনও স্বাভাবিক থাকলেও নিষেধাজ্ঞার খবরে দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। নিষেধাজ্ঞার এই সময়ের মধ্য দিয়ে ইলিশের প্রজনন নিরাপদ হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।