মিয়ানমার সীমান্তের জন্য আধুনিক অস্ত্র কিনবে বিজিবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিজিবি সদর দফতরে প্রেস বিফিংয়ে মো. সাফিনুল ইসলাম/ছবি: বার্তা২৪.কম

বিজিবি সদর দফতরে প্রেস বিফিংয়ে মো. সাফিনুল ইসলাম/ছবি: বার্তা২৪.কম

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমার সীমান্তের জন্য আধুনিক ১৪টি অস্ত্র কিনবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিজিবির সদর দফতরের প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজিবি ডিজি বলেন, আমাদের সীমান্ত দৈর্ঘ্য ৪ হাজার ৪২৭ কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তে আমাদের কোনো কাঁটাতারের বেড়া নেই। তবে মিয়ানমার সীমান্তে  কাঁটাতারের বেড়া বসানোর প্রক্রিয়া চলছে।

অস্ত্রের দিক দিয়ে আমাদের সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমারের সমকক্ষ আমরা। তবে শুধু মিয়ানমার সীমান্তবর্তী এলাকার জন্য আমরা আধুনিক ১৪টি অস্ত্র কেনার পরিকল্পনা করেছি এবং প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

বিজিবি'র চ্যালেঞ্জ প্রসঙ্গে ডিজি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করা হচ্ছে। আমাদের সীমান্তে ৬৩৭টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) রয়েছে। ইতোমধ্যে আরো ৭১টি বিওপি অনুমোদন পেয়েছে। আমরা চাই প্রতি ৫ কিলোমিটার পর পর বিওপি স্থাপন করতে। তাহলে আমরা সীমান্তে আরো নজরদারি বাড়াতে পারবো।

আরও পড়ুন- ‘অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না’