‘অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিজিবির ডিজি মো. সাফিনুল ইসলাম/ছবি: বার্তা২৪.কম

বিজিবির ডিজি মো. সাফিনুল ইসলাম/ছবি: বার্তা২৪.কম

জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আমাদের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো উদ্বেগ নেই। কেননা আমরা কখনই অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেবো না বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিজিবির সদর দফতরে প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজিবির ডিজি বলেন, গত একবছরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন মানুষের সংখ্যা ১ হাজার ১ জন। এনআরসি'র পর নভেম্বরে ৩১২ জন, ডিসেম্বরে ১৩৩ জন প্রবেশ করে। যারা প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে ২৫৩টি মামলা হয়েছে।

ডিজি বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা সবাই বাংলাদেশের নাগরিক। ২/১ বছরের মধ্যে কোনো এক সময় তারা ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন। তারা ভারতীয় নয়।

এনআরসি'র ফলে ভারতীয় নাগরিক প্রবেশ করবে এটা হতে পারেনা। তাই এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নয়।