বরিশালে জেএসসিতে পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশালে পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ।  ছবি: বার্তা২৪.কম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশালে পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। ছবি: বার্তা২৪.কম

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৩১ ডি‌সেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানান বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

বিজ্ঞাপন

তিনি জানান, এ বছর বরিশাল বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৪৬ জন। পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৫২১ জন আর ছাত্রী ৬০ হাজার ৯৮ জন। প্রতিবারের মতো এবারো এ শিক্ষা বোর্ডে পাস ও জিপিএ বেশি পেয়েছে মেয়েরা।

এছাড়াও বরিশাল বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে বরগুনা জেলা।

আরও পড়ুন: জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ