সাবেক যুবলীগ নেতা শেখ মারুফকে দুদকে তলব

  ক্যাসিনো
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শেখ ফজলুর রহমান মারুফ

শেখ ফজলুর রহমান মারুফ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে যুবলীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্যা শেখ ফজলুর রহমান মারুফকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যজ শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফকে আগামী ৭ জানুয়ারি সশরীরে দুদকে হাজির হতে বলে বলা হয়েছে।

বিজ্ঞাপন

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ‘উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে দুদকে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সমূহের ব্যাপারে শেখ ফজলুর রহমান মারুফের কোন বক্তব্য নেই বলে গণ্য করা হবে।’

‘শুদ্ধি অভিযানের’ প্রথম থেকে দুদক অবৈধ সম্পদের যে অনুসন্ধান করছে সেই তালিকায় শেখ মারুফের নাম রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দিনে রাজধানীর ইয়ংমেনস ফকিরাপুল ক্লাবে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার হন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। এরপর একে একে গ্রেপ্তার হন কথিত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীম, মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সম্রাটের সহযোগী এনামুল হক আরমান, কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম, অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান এবং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান (মিজান) ও তারেকুজ্জামান রাজীব।