সিক্স সিজনস থেকে অজগরসহ তিন সাপ উদ্ধার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সিক্স সিজনস থেকে অজগরসহ তিন সাপ উদ্ধার

সিক্স সিজনস থেকে অজগরসহ তিন সাপ উদ্ধার

খেলা দেখানোর সময় রাজধানীর গুলশানের হোটেল সিক্স সিজনস থেকে অজগর, কালনাগিনী এবং কোবরাসহ তিনটি সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল।

অবৈধভাবে অজগর সংরক্ষণের অভিযোগে রোববার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিক্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান পরিচালনা করে সাপগুলো উদ্ধার করে। বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন পরিদর্শক সঞ্জয়। হোটেল কর্তৃপক্ষ ১৮‘শ টাকার প্রবেশ মূল্যে খেলা দেখাতো।

বিজ্ঞাপন

তিনি বলেন, হোটেলটিতে ‘হন্টেড হাউজ’ নামে গত ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রতিদিন সাপের খেলা দেখাতো। এগুলো ফেসবুকে লাইভ করা হতো।

তা দেখে আমরা আজ বিকেল ৪টার দিকে হোটেলটিতে অভিযান পরিচালনা করেছি। হোটেলে প্রবেশ করে দেখি ‍সাপুরে খেলা দেখাচ্ছে। সেখান থেকে সাপগুলো উদ্ধার করি।

আর দুই মহিলা সাপুরেকে সতর্ক করি। তারা আর কখনো অবৈধভাবে সাপ সংরক্ষণ করবে না বলে মুচলেকা দিয়েছে। তাই তাদের ছেড়ে দিয়েছি। এছাড়াও হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।