গণপূর্তের চার প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ

  ক্যাসিনো
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্যাসিনো সম্পৃক্ততা ও জি কে শামীমসহ অন্যান্য ঠিকাদারদের কাজে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে গণপূর্ত অধিদপ্তরের চার নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে দুদক পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা হলেন- গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শওকত উল্লাহ, মো. ফজলুল হক, আব্দুল কাদের চৌধুরী ও মো. আফসার উদ্দিন।

এর আগে বুধবার একই অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।