বরিশালে মদ্যপানের দায়ে ৬৩ জনকে জেল-জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল নগরীর সদর রোডে আবাসিক হোটেল এরিনা/ ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর সদর রোডে আবাসিক হোটেল এরিনা/ ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর সদর রোডে আবাসিক হোটেল এরিনায় অভিযান চালিয়ে মদের বার থেকে মদ্যপ অবস্থায় আটক হওয়া ৬৩ জনকে জেল-জরিমানা করা হয়েছে।

আটককৃতদের সর্বনিম্ন চারদিন ও সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক থেকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী। এ সময় তিনি জানান, হোটেল এরিনার মদের বারে আটক ৬৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হোটেলটির চারদিক ঘিরে ফেলে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল। পরে হোটেলের ভিতরে মদের বারে অভিযান চালায় তারা। অভিযানে ৬৩ জনকে মধ্যপ অবস্থায় আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বার্তা২৪.কম-কে জানান, হোটেলটির বারে মদ বিক্রির অনুমোদন রয়েছে। তবে লাইসেন্সবিহীন কাউকে মদ দেওয়ায় নিষেধাজ্ঞাও রয়েছে। কিন্তু সেই নির্দেশনা না মেনে ওই বারে মদ পান করছিলেন দণ্ডপ্রাপ্তরা।