দেবীর বিদায়ের আগে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

দেবীর বিদায়ের আগে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা

দেবীর বিদায়ের আগে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা

রাজশাহীর মণ্ডপে মণ্ডপে আজ উৎসবমুখর পরিবেশে সিঁদুর খেলায় মেতে উঠেছেন হিন্দু নারীরা। সকাল থেকেই নগরীসহ আশপাশের উপজেলা ও গ্রামাঞ্চলের মণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দশমীর পূজার শেষে তারা অঞ্জলি দেন এবং নাচে-গানে আনন্দে মাতেন।

যদিও দশমীর সিঁদুর খেলা সম্পন্ন হয়েছে, তবে আজ প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে না। আগামীকাল রোববার দুপুর ১টা থেকে রাজশাহী নগরীর মুন্নুজান ঘাটে পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হবে। প্রশাসন এরই মধ্যে বিসর্জনের নির্বিঘ্ন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করেছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

এ বছর রাজশাহী মহানগরীতে ৭৭টি মণ্ডপে এবং পুরো জেলায় ৩০০টিরও বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নবমীর বিশেষ পূজার মাধ্যমে দেবী দুর্গাকে ষোড়শ উপচারের সঙ্গে ১০৮টি নীলপদ্ম দিয়ে পূজা করা হয়। নবমী বিহিত পূজার শেষে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মহানবমী পূজার মাধ্যমে ভক্তরা দেবী দুর্গার কাছে দেশ, জাতি এবং সব জীবের মঙ্গল কামনা করেন। পূজা শেষে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় ভোগ আরতির আয়োজনও হয়েছে।