'রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর পরবর্তী কর্মপন্থা'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আইনমন্ত্রী আনিসুল হক, ছবি: বার্তা২৪.কম

আইনমন্ত্রী আনিসুল হক, ছবি: বার্তা২৪.কম

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) আদেশ বা রায়ের পর পরবর্তী কর্মপন্থায় যাওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে নিজ দফতরে বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

রোহিঙ্গা ইস্যুতে সরাসরি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলেও গাম্বিয়া কেন মামলা করলো এমন প্রশ্ন তুলেছে মিয়ানমার, এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 'আমরা বিশ্বাস করি পরস্পর আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের এখতিয়ার যেটা এ মামলার তাৎপর্য আছে, মিয়ানমারে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে বিচারকরা দেখবেন এবং দুইপক্ষ শুনবেন।'

'বাংলাদেশ করতে পারতো নাকি পারতো না এ মুহূর্তে এটি একাডেমিক ডিসকাশন, এই মুহূর্তে এ আলোচনা যাওয়ার প্রয়োজন নেই। আমার মনে হয় বিশ্বে রাখাইন স্টেটে যে নৃশংসতা হয়েছে সারাবিশ্বে তা গভীরভাবে অনুধাবন করার জন্য প্রচার করার জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।'

রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে এ কোর্টের রায় কোনো লাভ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে রায় দিবে তার উপর নির্ভর করবে যে আমরা কি ফল পাব। আজ এ ফল সম্পর্কে বলা হবে প্রিমেচিউর। রায় বা আদেশ পরবর্তী কর্মপন্থা সম্পর্কে আলোচনায় যাওয়া উচিত।'

আইনমন্ত্রী বলেন, আমেরিকা পরিষ্কারভাবে বলেছে মিয়ানমারে জেনোসাইড হয়েছে এবং জেনেসাইডের আমরা উমুক উমুকদের দায়ী করি। এখানে বিশ্বের অবস্থান পরিষ্কার। আমরা যেহেতু প্রতিবেশী এবং জাতির পিতার অনুসৃত পররাষ্ট্রনীতি অনুযায়ী চেষ্টা করবো আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে।