চুকনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস/ ছবি: বার্তা২৪.কম

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস/ ছবি: বার্তা২৪.কম

খুলনার চুকনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবার মধ্যে পড়ে গিয়ে সৈয়দ আবু বকর বাবুল (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঞ্চনপুর পোড়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার হাকিমপুর গ্রামের মোমতাজ উদ্দীনের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় অন্তত আরও ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ১১- ০৮৬৯ নম্বর যাত্রীবাহী বাসটি সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবার মধ্যে পড়ে যায়। এ সময় বাসের যাত্রী বাগেরহাটের সৈয়দ আবু বকর বাবুল ঘটনাস্থলে মারা যান এবং আরও অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ চুকনগর খর্নিয়া হাইওয়ে থানা হেফাজতে ছিলো বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যুগল বিশ্বাস জানান, হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।