সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী মৌলি নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফারমিন মৌলি

ফারমিন মৌলি

বাগেরহাট‌ের চিতলমারীতে এক সড়ক দুর্ঘটনায় ফারমিন মৌলি নামে একজন ছাত্রী নিহত হয়েছেন। নিহত মৌলি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পরে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শৈলদাহ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের মেয়ে।

বিজ্ঞাপন
mouli

জানা যায়, মৌলি পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের বর্তমান সভাপতি, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন।

বাগেরহাটের চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বার্তা২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার পরে সড়ক দুর্ঘটনায় ফারমিন মৌলি নামে এক ছাত্রী নিহত হয়েছে। সে মোটরসাইকেলের যাত্রী ছিলেন। ঘটনার পরপরই তার মরদেহ পিরোজপুরের নাজিরপুরে নিয়ে যাওয়া হয়েছে।’