সেই হলি আর্টিজানে এখনও সুনসান নীরবতা

  হলি আর্টিজান মামলার রায়
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সেই হলি আর্টিজান এখনও সুনসান নীরবতা

সেই হলি আর্টিজান এখনও সুনসান নীরবতা

২০১৬ সালের ১ জুলাই গুলশানের ৭৯ নম্বর সড়কের শেষ মাথায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা যে হামলা চালিয়েছিল, সেই বাড়িটিতে এখনও সুনসান নীরবতা বিরাজ করছে।

 ২০১৬ সালের ১ জুলাই গুলশানের ৭৯ নম্বর সড়কের এই হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়েছিল

হামলার পর ওই বছরের ১৪ নভেম্বর বাড়িটি মালিক সাদাত মেহেদীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। সেদিন থেকেই ভবন সংস্কারের কাজ শুরু করেন তিনি। তিনি বলেছিলেন বাড়িটি  আবারও বসবাসের উপযোগী করে তুলতে সংস্কার কাজ চলছে। তবে তিন বছরেও বাড়িটি সংস্কার কাজ সম্পন্ন হয়নি। ফলে এখনও বসবাসের উপযোগী হয়নি।  

বিজ্ঞাপন
বসবাসের জন্য সংস্কার কাজ চলছে হলি আর্টিজানে

হলি আর্টিজানের সেই হামলায় ২২ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক ছিলেন। চাঞ্চল্যকর সেই হামলার রায় আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় ঘোষণা করা হবে।