রায়ে সন্তুষ্ট হলেও উচ্চ আদালতে আপিল করবে রাষ্ট্রপক্ষ

  হলি আর্টিজান মামলার রায়
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতিক্রিয়া জানাচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী | ছবি: সুমন শেখ

প্রতিক্রিয়া জানাচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী | ছবি: সুমন শেখ

গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা ও বর্বরোচিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবীরা।

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টা ১৭ মিনিটে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রায়ে চার্জশিটভুক্ত ৮ আসামির মধ্যে ৭ আসামির ফাঁসির নির্দেশ দেন বিচারক। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে একজন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার আদালতের রায় ঘোষণা শেষে নিজের প্রতিক্রিয়া জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম কাউসার। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানান তিনি।

তবে চার্জশিটভুক্ত ৮ আসামির মধ্যে মিজানুর রহমান ওরফে বড় মিজান মামলার রায় থেকে সম্পূর্ণ খালাস পাওয়ায় এবং একাধিক জঙ্গি কিছু কিছু ধারায় খালাস পাওয়ায় উচ্চ আদালতে তাদের শাস্তির জন্য আপিল করবেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।