ওমানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওমানের জাতীয় দিবস উপলক্ষে কেক কাটছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ওমানের জাতীয় দিবস উপলক্ষে কেক কাটছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ করতে ওমানের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ওমানের ৪৯তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকাস্থ ওমান দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওমান দূতাবাসের হেড অব মিশন তাইয়িব সেলিম আল আলাভি স্বাগত বক্তব্যে তাদের দেশ বাংলাদেশকে স্বীকৃতিদানে আরবীয় দেশগুলোর মধ্যে প্রথমদের অন্যতম বলে বর্ণনা করেন।

বাংলাদেশের শ্রমশক্তির জন্য ওমান অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্তব্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা সমৃদ্ধ ওমান বিনির্মাণে যেমন অবদান রাখছেন, তেমনি বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছেন।’

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকায় ওমানকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। এ সময় ওমানের জাতীয় দিবস উপলক্ষে ৪৯ অংকিত কেক কাটায় অংশ নেন তিনি।

রাষ্ট্রীয় পদস্থ ও ঢাকাস্থ অন্যান্য দূতাবাসের কর্মকর্তারাসহ বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা এ আয়োজনে অংশ নেন।