বৈঠকে বসেছেন বান কি মুন-মোমেন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বৈঠকে বান কি মুন ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন

বৈঠকে বান কি মুন ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের মধ্যে বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় হোটেল রেডিসন ব্লুতে বৈঠকটি শুরু হয়।

রোহিঙ্গা ইস্যু ছাড়াও বিভিন্ন বিষয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

বিজ্ঞাপন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ঢাকায় এসেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।

চলতি বছরের জুলাইয়ে জলবায়ু বিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন বান কি মুন। সে সময় রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার গিয়েছিলেন তিনি।