প্রবাসী ব্যবসায়ীদের দেশেও কিছু করার আহ্বান ভূমিমন্ত্রীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা ক্লাবে ম্যানসন এইচ চৌধুরী সেন্টারে আমেরিকা বাংলাদেশ বিজনেস কনভেনশন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঢাকা ক্লাবে ম্যানসন এইচ চৌধুরী সেন্টারে আমেরিকা বাংলাদেশ বিজনেস কনভেনশন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিদেশে ব্যবসা করা বাংলাদেশি ব্যবসায়ীদের দেশের মাটিতেও কিছু করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা ক্লাবে ম্যানসন এইচ চৌধুরী সেন্টারে আমেরিকা-বাংলাদেশ বিজনেস কনভেনশন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

এই ধরনের সেমিনারের প্রয়োজন আছে উল্লেখ করে তিনি বলেন, 'আপনারা এসেছেন, কথা শুনছেন। এসব মিটিংয়ের দরকার আছে। বিদেশের মাটিতে যারা আছেন তারা দেশের জন্য অবশ্যই কিছু করবেন। তবে এটা বলছি না যে, সব গুটিয়ে বাংলাদেশে চলে আসেন। সেখানে থাকেন, দেশের সুযোগ-সুবিধা দেখেন। আপনারা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। বিদেশের মাটিতে বাংলাদেশকে তুলে ধরেন।'

তিনি বলেন, 'অনেক সময় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা এসেছে। আমরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করছি। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে। নিজের দলের লোকদেরও ছাড়া হচ্ছে না। এটাই দরকার ছিল, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন।'

বাংলাদেশ আমেরিকার মধ্যে সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আমেরিকা-বাংলাদেশের ব্যবসায়ীদের বাণিজ্যিক সম্পর্ক এমন করতে হবে যাতে দুই দেশের ব্যবসায়ীরা সমান সুবিধা পায়।'

ভূমিমন্ত্রী বলেন, 'বাংলাদেশ এক সময় কৃষিপ্রধান দেশ ছিল। কিন্তু এখন সে অবস্থাতে নেই। পরিবর্তন এসেছে। সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে। সেখানে সবাইকে বিনিয়োগ করতে আমন্ত্রণ জানাচ্ছি৷'

তিনি বলেন, 'বিদেশের কেউ বিনিয়োগ করতে এলে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেন। কিন্তু এখন সে অবস্থা নেই। দিনে দিনে পরিবর্তন এসেছে।'

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক মার্কিন সংসদ সদস্য লাওরেঞ্চ লারোক্কো, কৃষিবিদ গ্রুপের পরিচালক ড. আলী আফজাল, ইউএস টু বিডি'র পরিচালক রবার্ট লেগাট, এশিয়া-প্যাসিফিক ফর দ্য আমেরিকা বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট গ্রুপের আহ্বায়ক ও আঞ্চলিক পরিচালক ডা. জুলফা হায়দার মোহাম্মদ নুর এ আলম, ইন্টার রিলিজিয়াস হারমনি সোসাইটির চেয়ারম্যান মিয়া মুজিবুর রহমানসহ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যবসায়ীক প্রতিনিধিরা।