বুধবার আসছে কার্গো প্লেনে পেঁয়াজের প্রথম চালান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কার্গো প্লেনে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান পৌঁছানোর সময় ২৪ ঘণ্টা পিছিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, পেঁয়াজ নিয়ে বিপদে আছি। তবে বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। পেঁয়াজ লোডিংয়ে সমস্যা হওয়ায় ২৪ ঘণ্টা পিছিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, প্লেনে আনা পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি হবে। এ ক্ষেত্রে সরকার ভর্তুকি দেবে। বুধবার পেঁয়াজ বাহী প্লেন দেশে পৌছাঁলেই চার পাঁচশ ট্রাক ভরে সারা দেশে ছড়িয়ে দেব, যাতে সব জায়গায় দামটা কমে যায়।