লবণের দাম বাড়ানো ব্যবসায়ীদের জেল-জরিমানার নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কোনো ব্যবসায়ী লবণের দাম বাড়ালে বাজার মনিটর করে তাদের জেল-জরিমানা করতে ভোক্তা অধিকারের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

লবণের দাম বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লবণের বিষয়ে ব্যবসায়ীরা অবাস্তব সুযোগ নিচ্ছে শুধু একটা গুজব ছড়িয়ে। এ বিষয়ে আমি খবর নিয়েছি। লবণ চাষিদের সুবিধার্থে সরকার ইমপোর্ট বন্ধ রেখেছে। তারপরেও লবণের দাম বাড়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনেরও বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। প্রতি মাসে আমাদের ভোজ্য লবণের চাহিদা থাকে কম-বেশি ১ লাখ মেট্রিক টন। অন্যদিকে লবণের মজুদ আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। সে হিসাবে লবণের কোনো সংকট হওয়ার প্রশ্নই ওঠে না।

এ সময় তিনি পাশে উপস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক বাবলু কুমার সাহাকে বাজার মনিটরিং করার নির্দেশনা দেন। তাকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, লবণের বিষয়ে আমার নির্দেশ আপনারা বাজার মনিটর করেন। যাকে জেল দোয়ার দরকার দেন, যাকে জরিমানা করা দরকার করেন। বাজারের দামটা যেন ঠিক থাকে।