'মিন্নি আমার পুত্রবধূ না, এজন্য ভালো লাগছে'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মত বিনিময় সভায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মত বিনিময় সভায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনার আলোচিত হত্যাকাণ্ডের শিকার রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বলেন, মিন্নি আমার পুত্রবধূ না। কারণ, রিফাতের সাথে বিয়ে হওয়ার আগেই নয়ন বন্ডের সাথে তার বিয়ে হয়েছিল। এই বিয়ের কথা না জানিয়েই রিফাতের সাথে মিন্নির বিয়ে হয়। নয়নের সাথে মিন্নির তালাক হয়নি। যদি আগের দলিল সঠিক থাকে তাহলে মিন্নির সাথে রিফাতের বিয়ে হয়নি। এজন্য মিন্নি আমার পুত্রবধূ না। এটা ভেবে আমার ভালো লাগছে, কারণ মিন্নির মতো পুত্রবধূ আমার ছিলনা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে 'AID FOR MAN FOUNDATION' কর্তৃক আয়োজিত "নারী নির্যাতন আইনের অপপ্রয়োগ রোধে আমাদের করণীয়" শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, নারী দ্বারা বিভিন্নভাবে পুরুষরা নির্যাতনের শিকার হয়। আর এই নির্যাতনের সাথে সায় দেয় দেশের আইন। বিয়ের ক্ষেত্রে ডিজিটাল রেজিস্ট্রি প্রথা খুবই জরুরী। যদি ডিজিটাল রেজিস্ট্রি প্রথা চালু থাকত তাহলে আমার সন্তানের অকালে ঝরে পড়তে হতো না। আমরা যদি জানতে পারতাম মিন্নির আগে একটা বিয়ে হয়েছে বা রেজিস্ট্রেশন ছিল বিয়ের। তাহলে কখনোই মিন্নির সাথে আমার ছেলেকে বিয়ে করতাম না। দেশে যেমন নারী নির্যাতনের আইন আছে তেমনি পুরুষ নির্যাতনের আইন করা দরকার।

এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এডভোকেট, এলিনা খান, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসাইন, পরিবার বাঁচাও আন্দোলনের সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান প্রমুখ।