তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম শুরু করল বাংলাদেশ ইউনিভার্সিটি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ইউনিভার্সিটি আয়োজিত অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক, ছবি: শাহরিয়ার তামিম

বাংলাদেশ ইউনিভার্সিটি আয়োজিত অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক, ছবি: শাহরিয়ার তামিম

'সফল উদ্যোক্তারাই গড়বে ডিজিটাল বাংলাদেশ' এ শিরোনামে তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম শুরু করল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দেশের অন্যতম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, 'সরকার চায়, তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা হোক। একজন উদ্যোক্তা সফল হলে বহু কর্মসংস্থানের সৃষ্টি হবে। এজন্য সরকার ২০২১ সালের মধ্যে এক হাজার উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে।'

তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম শুরু করল বাংলাদেশ ইউনিভার্সিটি
অনুষ্ঠানে আগত উদ্যোক্তরা

তিনি বলেন, 'বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে এক মিলিয়নের (১০ লাখ) বেশি চাকরির সুযোগ হয়েছে। আমাদের টার্গেট এ খাতে আগামী চার বছরে আরও এক মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি করা। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।'

সরকারের পরিকল্পনা ও তথ্যপ্রযুক্তি খাতের অপার সম্ভাবনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, 'এ ধরনের আয়োজনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট নতুন উদ্ভাবক-উদ্যোক্তারা দিক-নির্দেশনা পাবেন। যার ফলে তারা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে ও ২০৪১ এর মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।'

তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম শুরু করল বাংলাদেশ ইউনিভার্সিটি
জুনাইদ আহমেদ পলক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান কাজী জামিল আজহার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএস মার্কেট এক্সেসের প্রধান নির্বাহী সিইও ক্রিস বারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) মাইকেল প্যাট্রিক ফোলি।

মূল প্রবন্ধে ক্রিস বারি বলেন, 'আমি এ পর্যন্ত ২৭টি দেশে ১৫০টির অধিক এ ধরনের অনুষ্ঠান পরিচালনা করে উদ্ভাবক- উদ্যোক্তাদের জন্য ৬০৫ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহে প্রত্যক্ষ সহায়তা করেছি।'

এ সময় তিনি উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার উপায়, ব্যবসা সম্প্রসারণ, মূল্যায়ন, ব্যবসায়ে লাগাতার প্রচেষ্টা ও অধ্যবসায়ের গুরুত্ব, ব্যবসা প্রদর্শনীর আয়োজন ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বুট ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষিত করার পরিকল্পনার কথা উল্লেখ করেন।

গ্রামীণফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, 'এ ধরনের উদ্যোগ দেশকে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।'