সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় বুলবুলের সঙ্গে লড়াই করে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঘূর্ণিঝড় বুলবুলের সঙ্গে লড়াই করে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে সাময়িক সময়ের জন্য পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।

সোমবার (১১ নভেম্বর) থেকে বনের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে বন বিভাগের ৬৩টি ইউনিট ও সুন্দরবনে অবস্থিত ১৬টি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈন উদ্দিন খান জানান, ঘূর্ণিঝড়ে বন বিভাগের কিছু ক্যাম্প, কাঠের পন্টুন, জেটি, ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি বা বন্য প্রাণীর মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। কিছু গাছপালার ডাল ভেঙেছে। সুন্দরবনকে ক্ষতি পূরণের স্বার্থে আপাতত পর্যটকদের প্রবেশে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

উল্লেখ্য, ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সুন্দরবনের শতকরা ৪০ ভাগ ক্ষতি হয়েছিল। এবারও সুন্দরবনের গাছপালায় বাধাপ্রাপ্ত হয়েই মূলত দুর্বল হয়েছে বুলবুল।