যুবরাই জাতির প্রাণশক্তি: মেয়র খালেক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

যুব সমাবেশ ও যুব র‍্যালির উদ্বোধন করেন মেয়র তালুকদার আব্দুল খালেক, ছবি: বার্তােটোয়েন্টিফোর.কম

যুব সমাবেশ ও যুব র‍্যালির উদ্বোধন করেন মেয়র তালুকদার আব্দুল খালেক, ছবি: বার্তােটোয়েন্টিফোর.কম

যুবরাই জাতির প্রাণশক্তি। দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবসমাজ। সরকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ে যুব সমাবেশ ও যুব র‍্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা জানান। দিবসের এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

বিজ্ঞাপন

মেয়র বলেন, ‘যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। দেশের সকল যুবদের কাজে লাগাতে পারলে দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে।’

মেয়রের নেতৃত্বে যুব র‍্যালি বের হয়

উদ্বোধন শেষে মেয়রের নেতৃত্বে শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাডাঙ্গাস্থ যুব ভবনে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশগ্রহণ করে।

এরপর যুব দিবস উপলক্ষে খুলনা যুব উন্নয়ন অধিদফতর মিলনায়তনে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রধান অতিথি খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুল হক খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, কেসিসি’র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. তাছাদুজ্জামান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এইচএম নুরুজ্জামান প্রমুখ।