রাজশাহীতে বাস উল্টে নিহত ১, আহত ১০

  • স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহীতে কালভার্টের উপর থেকে নিচে উল্টে পড়া বাস, ছবি: সংগৃহীত

রাজশাহীতে কালভার্টের উপর থেকে নিচে উল্টে পড়া বাস, ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও অন্তত ১০ যাত্রী।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার বাসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দেলোয়ারা বেগম দীনা (৪০) উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলা গ্রামের এমদাদুল হক টুনুর স্ত্রী। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানা যায় নি।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দুপুর ১টার দিকে সাব্বির পরিবহনের একটি বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর এলাকায় কালভার্টের ওপর থেকে খাদে উল্টে পড়ে। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গৃহবধূ দেলোয়ারা বেগম দীনা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি বলেন, ‘বাস উল্টে পড়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনায় নিহত গৃহবধূর পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’