রাজশাহীতে ট্রাকচাপায় বিজিবি সদস্য ও তার স্ত্রী নিহত

  • স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

আটক ট্রাক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আটক ট্রাক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় বিজিবি সদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের 'সিক্স বিল্ডিং' এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া পালোপাড়া গ্রামের ওয়ারেশ আলীর মেয়ে রুমা খাতুন (৩৫) ও তার স্বামী নাটোরের তেলকুপি এলাকার বাসিন্দা বিজিবি সদস্য আজিম উদ্দীন (৪২)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, নাটোরের বাসিন্দা বিজিবি সদস্য আজিম উদ্দীন তার স্ত্রীকে নিয়ে পুঠিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। বুধবার বেলা ১১টার দিকে তারা মোটরসাইকেলে করে নাটোর ফিরছিলেন। সিক্স বিল্ডিং এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়।

ওসি বলেন, 'স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের দু'জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।'