ঢাকা-রাজশাহী রুটে ইউএস বাংলার নতুন ফ্লাইট ২৭ অক্টোবর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা-রাজশাহী রুটে ইউএস বাংলা এয়ারলাইন্সের নতুন ফ্লাইট, ছবি: সংগৃৃহীত

ঢাকা-রাজশাহী রুটে ইউএস বাংলা এয়ারলাইন্সের নতুন ফ্লাইট, ছবি: সংগৃৃহীত

ঢাকা-রাজশাহী রুটে ইউএস বাংলার আরও একটি এয়ারক্রাফট পাখা মেলবে। আগামী ২৭ অক্টোবর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স নতুন এ ফ্লাইট চালু করবে।

সোমবার (৭ অক্টোবর) ইউএস বাংলার রাজশাহী স্টেশন স্পেশাল ইনচার্জ মোশারফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, বর্তমানে ঢাকা-রাজশাহী রুটে ইউএস বাংলার একটি ফ্লাইট চালু আছে। প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে রাজশাহী এবং ৪টা ৩৫ মিনিটে রাজশাহী থেকে
ঢাকার উদ্দেশে ফ্লাইট আসা যাওয়া করে।

ইউএস বাংলার কর্মকর্তা মোশরারফ হোসেন বলেন, 'ইউএস বাংলা কর্তৃপক্ষ এ রুটে সকালে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে নতুন এই ফ্লাইট চালু করা হবে। ফ্লাইটটি প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহী এবং বেলা ১০টা ৩৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।'

এদিকে, রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ দফতর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সকালে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে কোনো ফ্লাইট না থাকায় সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান কর্তৃপক্ষের কাছে সকালে ফ্লাইট চালুর দাবি জানান। তার অনুরোধে নতুন এই ফ্লাইটটি চালু করা হচ্ছে। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন রাসিক মেয়র লিটন।