লোকমানের ক্যাসিনোর টাকা অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাবের হাতে আটক লোকমান হোসেন ভূঁইয়া, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

র‌্যাবের হাতে আটক লোকমান হোসেন ভূঁইয়া, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়াও ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

আরো পড়ুন: ২১ লাখ টাকায় মোহামেডানে ক্যাসিনো ভাড়া দেন লোকমান

বিজ্ঞাপন

আশিক বিল্লাহ বলেন, মোহামেডান ক্লাবের অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। তার টাকাগুলো অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে।

আরো পড়ুন: মোহামেডান শীর্ষ কর্তা ও বিসিবি পরিচালক লোকমান মদসহ আটক

লোকমানের বরাত দিয়ে তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ার ওই দুই ব্যাংকে তার ৪১ কোটি টাকা রয়েছে। তার ছেলের অস্ট্রেলিয়ায় পড়ার সুবাদে তিনি প্রায়ই অস্ট্রেলিয়াতে যান।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে তাকে আটক করে র‍্যাব। এ সময় তার বাড়িতে বিপুল মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। তবে তামে মূলত ক্যাসিনো কেলেঙ্কারির জন্যই আটক করা হয়।

বিজ্ঞাপন