বিএনপি নেতার বিরুদ্ধে কলেজ শিক্ষককে মারধরের অভিযোগ
ফেসবুকে একটি পুরোনো ছবি শেয়ার করার জেরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিয়াজ আহম্মেদকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত রোববার (১৯ জানুয়ারি) রাতে চরমোন্তাজ স্লুইস বাজার এলাকায়। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতা নজরুল ইসলামের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল প্রভাষক রিয়াজ আহম্মেদকে বাজার থেকে তুলে নিয়ে প্রকাশ্যে মারধর করে। পরে তাকে শতাধিক মানুষের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।
সম্প্রতি নজরুল ইসলামের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে উপজেলা আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে খাম বিনিময় করতে দেখা যায়। ছবিটি শেয়ার করার পর থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন। এছাড়া, কলেজের এডহক কমিটির সভাপতি পদে তার পছন্দের প্রার্থী মনোনীত না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং কিছু কর্মী নিয়ে কলেজ গেটে তালা ঝুলিয়ে দেন।
ঘটনার পর সোমবার (২০ জানুয়ারি) কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় নজরুল ইসলামসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়।
আহত শিক্ষক রিয়াজ আহম্মেদ জানান, হামলার সময় তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয়ে এগিয়ে আসেনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ অস্বীকার করে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, “মারধরের ঘটনা ঘটেনি। তাকে শুধু প্রশ্ন করা হয়েছে, কেন ওই ছবি ফেসবুকে শেয়ার করেছেন।”
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারৎ হোসেন বলেন, “ঘটনাটি সত্য। এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। মামলার কাগজ থানায় পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”