গাইবান্ধায় ১৫ লাখ টাকার হেরোইনসহ নারী আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মেঘলা চাদনী (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়।
আটককৃত চাদনী দিনাজপুর জেলার চুড়িপট্রি এলাকার মিলন মিয়ার স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমিরুল জানান, মেঘলা চাদনী বেগম হাকিমপুর থেকে বগুড়া যাবার পথে বাস পরিবর্তনের জন্য পৌরসভাস্থ কাইয়াগঞ্জ এলাকায় অপেক্ষা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশী করে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ফেনসিডিলসহ আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকের মূল্য ১৫ লাখ ৭ হাজার ৫ শত টাকা বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান।