শীতার্তদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শীতার্ত দরিদ্র জনগণের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

মেয়র বলেন, প্রতি বছর তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান। এই পরিস্থিতিতে শীতার্তদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক।

এছাড়া তিনি সেবা কার্যক্রমের ধারাবাহিকতা, জলাবদ্ধতা নিরসন, এবং নারীদের জন্য হাঁটার পরিবেশ তৈরি করার পরিকল্পনার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি। উপস্থিত ছিলেন কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না, বিএনপি নেতা মোহাম্মদ হাসান, এবং বিভিন্ন সংগঠনের নেতারা।