কুমিল্লায় ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্য মেলা
কুমিল্লা ছুটির দিনে বাণিজ্য মেলা জমে উঠেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ছুটির দিনে মেলা প্রাঙ্গণে ভিড় করতে দেখা যায় ক্রেতা-দর্শনার্থীদের। তাদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। সাপ্তাহিক এই ছুটির দিনে সকাল থেকে মেলায় বেড়েছে ক্রেতা-দর্শনার্থীর। বেচাকেনা নিয়েও স্বস্তিতে বিক্রেতারা।
দুপুরে মেলা প্রাঙ্গণে গেলে দেখা যায়, প্রতিটি স্টলে ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। সকালে ভিড় কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকে বাড়তে শুরু করেছে লোক সমাগম। বিভিন্ন দেশের পণ্যের স্টল থাকলেও দেশীয় উদ্যোক্তাদের পণ্যে বেশি আগ্রহ দেখান ক্রেতা-দর্শনার্থীরা। বিকেল থেকে মেলার গেটে টিকেট সংগ্রহ করতে কাউন্টারগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
মেলায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন সদর দক্ষিণ উপজেলা থেকে দেলোয়ার হোসাইন। তিনি বলেন, ছুটির দিন তাই পরিবারের সবাইকে নিয়ে চলে এলাম। মেলা ঘুরে বিভিন্ন পণ্য দেখছি। পছন্দ হলেই কিনবো।
নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে মেলায় এসেছেন শিক্ষার্থী নওশিন। তিনি বলেন, বিকেল থেকে মেলায় অনেক লোকসমাগম হয়েছে। ছুটির দিন হওয়ার অনেক ভিড় হয়েছে। ভিড়ের কারণে মেলায় ঢুকতে কষ্ট হয়েছে। তবুও বন্ধুদের নিয়ে মেলা ঘুরে দেখেছি। খাবারের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় ছিল।
ব্যবসায়ীরা বলছেন, ছুটির দিনে অনেক লোক হয়েছে। আজ বিক্রিও বেশি হচ্ছে। আজ লোকসমাগমও অনেক বেশি হয়েছে। দোকানে পণ্য বেচা বিক্রির ধুম পড়েছে। আশা করছি, একভাবে কয়েক দিন বিক্রি করতে পারলে ভাল হবে।
এ বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক মো: বিল্লাল হোসেন বলেন, ছুটির দিন হওয়া আজ অনেক লোক সমাগম হয়েছে। ক্রেতা-দর্শনার্থী মেলায় এসেছে। আমরা আমাদের আয়োজনের কোনো কমতি রাখি নাই। ফলে আমাদের প্রত্যাশা বিগত সময়ের চেয়ে এবার অনেক বেশি হবে।