দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরের আগুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের তিনটি গুদামের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণ এসেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মালামালসহ গুদামগুলো পুড়ে গেছে।

বিজ্ঞাপন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ঝুটের একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের দুটি, ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটিসহ তিনটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।

কিন্তু ওই এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় দূরের একটি কারখানা থেকে পানি আনতে হয়। এতে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পরে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। মালামালসহ ওই গুদামগুলো পুড়ে গেলেও প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনও হতাহতের খবরও পাইনি আমরা।’

বিজ্ঞাপন