‘সিজিপিএ নয়, দেশের জন্য কি করতে পারবে সেটাই বড় বিষয়’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, তোমার সিজিপিএ কত, তার চেয়ে দেশের জন্য তুমি কি করতে পারবে, সেটাই বড় কথা।

রোববার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম কলেজের সম্মেলন কক্ষে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ফাওজুল কবির খান আরও বলেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত শিক্ষা অর্জন করে দেশপ্রেমিক নাগরিক হওয়া জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

বিজ্ঞাপন

উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ৩৪ শিক্ষার্থীকে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান করা হয়।