মামলা না নেওয়ায় গুলশানের ওসি বরখাস্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুলশানের ওসি বরখাস্ত/ছবি: সংগৃহীত

গুলশানের ওসি বরখাস্ত/ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে যৌথ বাহিনী পরিচয়ে ডাকাতির ঘটনায় মামলা না নেয়ার অভিযোগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, গুলশান ১৯ নম্বর রোডে এক ধনাঢ্য ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। যৌথ বাহিনীর পরিচয়ে ওই ব্যবসায়ীর বাসা থেকে ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গহনাসহ অনেক জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় ডাকাতির মামলা করতে যান। কিন্তু মামলা না নিয়ে ভুক্তভোগীকে হয়রানি ও তালবাহানা করছিলেন। বিষয়টি ডিএমপির উর্ধতন কর্মকর্তাদের জানালে গুলশান থানার ওসিকে আজ সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে পুলিশ লাইন্সের সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন