হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, বিদ্যুতায়িত হাতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় হাতির আক্রমণে ফরিদুল আলম নামে কৃষক মারা গেছেন। এছাড়া ফসল রক্ষায় দেওয়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে গর্ভবতী এক মা হাতির মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর ফাঁসিয়া খালীর ৪ নম্বর ওয়ার্ড কুমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম (৪৪) ওই এলাকার বিছন্যার ছড়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু ওমর বলেন, গত রাতে কৃষক ফরিদুল আলম তার ধানখেত পাহারা দেওয়ার জন্য যান। সেখানে হাতির পালের আক্রমণের শিকার হন ফরিদ। খবর পেয়ে এলাকাবাসী সেখানে থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ফসল রক্ষায় দেওয়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে গর্ভবতী এক মা হাতির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

লামা বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কুমারী এলাকায় হাতির আক্রমণে এক কৃষক ও একটি হাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলটি অনেকটা জনশূন্য দুর্গম এলাকা হওয়ায় বিস্তারিত তথ্য পেতে বিলম্ব হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।