আবারও সড়ক অবরোধ করল প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করেছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেয়। তারা ৩০ মিনিটের মত এখানে ছিল। পরে শিক্ষা ভবনের দিকে তারা চলে যায়। প্রেসক্লাবের সামনে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী আবির বলেন, দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসের আশ্বাস দিচ্ছে কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। পাশাপাশি ৩০০ ফিটে আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য অল্প একটু জায়গা আছে সেটি গোপনে বিক্রির চেষ্টা করছে। এটি জেনে আমরা অস্তিত্ব রক্ষায় রাজপথে এসেছি। আমরা জানতে পেরেছ ৮০০ কোটি টাকা আত্মসাৎ করেছে টাস্ট্রি।

তিনি বলেন, ২২ বছর ধরে আমাদের বলে আসছে স্থায়ী ক্যাম্পাস করে দিবে কিন্তু তা করছে না। বরং শিক্ষার্থীদের থেকে সেমিস্টার ফি ও বেতন বাবদ যে টাকা জমা হচ্ছে তা অবৈধ বোর্ড অব ট্রাস্টি সময়ে সময়ে সরিয়ে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

আইন বিভাগের শিক্ষার্থী রিয়ান বলেন, গত ২৭ আগস্ট আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল পহেলা জানুয়ারির মধ্যে স্থায়ী ক্যাম্পাসে সরিয়ে নিয়ে যাবে অন্তত একটি ডিপার্টমেন্ট। অথচ একটি ইটও বসায়নি।

তিনি বলেন, অবৈধ বোর্ড অব ট্রাস্টির ইউজিসির কোন অনুমোদন নাই, শিক্ষা মন্ত্রণালয়ের কোন অনুমোদন নাই। অথচ জোর করে তারা বসে আছে। আমাদের ভিসি নাই, ট্রেজারার নাই। ফলে কোন কাজ হচ্ছে না। আমরা ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছি ২৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত এই দাবি জানিয়ে আসছি। সর্বশেষ টানা ১৭ দিন ধরে এই দাবি জানাচ্ছি।

অবস্থান কর্মসূচিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।