চালু হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলাপাড়া (পটুয়াখালী)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে প্রায় দুই মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১১ ঘটিকায় বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। তিনি বলেন,সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

২০১৪ সালে কলাপাড়ার ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র’ নির্মাণের জন্য বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড(BCPCL)। ২০১৬ সালে প্রকল্পটি পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পর ২০১৭ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সালের ১৫ মে থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট উৎপাদন শুরু করে এবং ওই বছরের ডিসেম্বরে প্লান্টটির ২য় ইউনিট ইউনিট বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা অর্জন করে।