ফরিদপুরে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৫
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার কাফুরা রেল ক্রসিং এ ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রেল ক্রসিং এ ট্রেন যাওয়ার সময় প্রতিদিন হর্ন দিলেও আজ কোন হর্ন দেয়নি। এদিন মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। দুপুর ১২টার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসের সাথে ট্রেনের সঙ্গে সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। বাকি দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কাফুরা রেল ক্রসিং এ কোন গেটম্যান বা রেল ক্রসিং বার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যত দ্রুত সম্ভব এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। তা না হলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আমরা খবর পাই। তাৎক্ষণিক এসে উদ্ধার তৎপরতা চালাযই। মাইক্রোবাসটি ট্রেন ক্রসিং থেকে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১০০ ফিট দূরে রেল লাইনের পাশে একটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে। পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভিতর বা পুকুরে কাউকে পাওয়া যায়নি।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। দুই জন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তিনি বলেন, দুঃখের বিষয় গুরুত্বপূর্ণ এই ক্রসিং এ কোন গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটলো। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।