বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদফতরের দুই ট্রাক নথিপত্র জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদফতরের দুই ট্রাক নথিপত্র জব্দ

বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদফতরের দুই ট্রাক নথিপত্র জব্দ

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে দুই ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করেছে গ্রামবাসী। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নথিপত্র নিয়ে ট্রাক দুটি গ্রামে ঢুকলে স্থানীয়রা সন্দেহভাজন হয়ে তাদের আটক করে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, ট্রাকের মধ্যে কী ধরনের কাগজপত্র রয়েছে, তা জানতে চাইলে চালকরা কোনো সদুত্তর দিতে পারেননি, যা গ্রামবাসীর সন্দেহ আরও বাড়িয়ে দেয়। পরে তারা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

কাগাশুরা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান জানান, সন্ধ্যায় দুটি ট্রাক কাগজপত্র নিয়ে গ্রামে ঢোকার সময় তারা চালকদের কাছে জানতে চেয়েছিলেন, ট্রাকে কী রয়েছে। কিন্তু যথাযথ উত্তর না পাওয়ায় স্থানীয়রা তাদের আটক করেন। পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করতে শুরু করে।

বিজ্ঞাপন

কাউনিয়া থানা পুলিশ জানায়, তারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর দেয় এবং যখন কর্মকর্তারা আসেন, তখন ট্রাকের বিষয়ে বিস্তারিত জানানো হয়। 

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ট্রাক দুটি ছিল সরকারি পুরাতন নথিপত্র নিয়ে। সেগুলো পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে খোলা স্থানে নেওয়া হচ্ছিল, কিন্তু ভুলবশত ট্রাক চালক কাগাশুরা গ্রামে ঢুকে পড়েন।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, তিনি মৌখিকভাবে নথিপত্র পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন, তবে এ বিষয়ে কোনো লিখিত নিয়ম আছে কিনা, তা তিনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। 

পরে গ্রামবাসী এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা লিখিতভাবে নথিপত্র গ্রহণ করেন এবং ট্রাক দুটি নিয়ে চলে যান।