স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যু, গ্রেফতার স্বামী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ হয়ে নাজমা আকতার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর বাউলিয়াপাড়া গ্রামে নাজমা আকতারের বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমা আকতারের ভাই বাদি হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হাশিমপুর পাহাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে পালানোর সময় নাজমা আকতারের স্বামী আবদুল জব্বারকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নাজমা আকতার ও আবদুল জব্বারের বিয়ে হয়। আবদুল জব্বার বিভিন্ন সময়ে বিদেশে যাওয়ার জন্য টাকা নিয়ে নাজমার সঙ্গে ঝগড়া করতেন। শুক্রবার রাতে বাবার বাড়িতে রান্না করার সময় স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে আবদুল জব্বার আগে থেকে আনা অকটেন নাজমার দিকে ছুড়ে মারেন। অকটেন রান্নাঘরের চুলায় পড়লে আগুন লেগে নাজমার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা নাজমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বলেন, স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আকতার মারা গেছেন। এ ঘটনায় তার ভাই মামলা করেছেন এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।