রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মাহফুজ হোসেন মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরের মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। মাহফুজ শুক্তাগড় গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে। তিনি মোল্লারহাট বাজারের হোটেল ব্যবসায়ী ছিলেন।
ঘটনাস্থান পরিদর্শন করে রাজাপুর থানার এসআই আল-হেলাল সিকদার স্থানীয়দের বরাতে জানান, সকালে নারিকেলবাড়িয়া গ্রামের একটি পুকুরে মোটর দিয়ে সেচ করছিলেন মাহফুজ। একপর্যায়ে ভেজা অবস্থায় বৈদ্যুতিক লাইন চালু করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।