রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেফতার

  • সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সাগর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের ফজলু মন্ডলের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার (১৭ নভেম্বর) বিকালে কালুখালী উপজেলার রেলগেট মাদ্রাসা এলাকায় বসে কথা বলছিলেন সাগর। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন লাঠিসোটা নিয়ে এসে সাগরকে মারধর করে পুলিশকে খবর দেয়। কালুখালী থানা পুলিশ এসে সাগর মন্ডলকে আটক করে। পরে কালুখালী থানা পুলিশ তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, সাগর মন্ডল এহাজার নামীয় আসামী নয়। ২০২৩ সালের ১৯ জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

২০২৩ সালের ১৯ জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের নাম উল্লেখসহ ৫২ নেতাকর্মীর নামে গত ৩১ আগস্টে মামলা দায়ের করা হয়। মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ এপ্রিল ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেখ মো. রিপনকে সভাপতি ও সাগর মন্ডলকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।